Home » বর্ষায় জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখতে ময়দানে নামলেন অর্থমন্ত্রী

বর্ষায় জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখতে ময়দানে নামলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি , উদয়পুর :- জল নিকাশি ব্যবস্থা উদয়পুরের পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বেহাল রূপ ধারণ করে । অতি ভারী বৃষ্টির ফলে প্রতিবছর জলের নীচে তলিয়ে যেতে হয় উদয়পুরের বিভিন্ন পৌর এলাকাগুলি । এই বছরের আষাঢ়ের বর্ষায় যেন মহাদেব বাড়ির সংলগ্ন এলাকার রাস্তা জল না জমে তার জন্য এর সমাধান বের করতে ময়দানে নামেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রতিবছর বর্ষায় পৌর এলাকায় মহদের বাড়ি সংলগ্ন এলাকার রাস্তা অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কল্যাণে জলমগ্ন হয়ে থাকে। স্থায়ী সমাধানের জন্য প্রশস্ত নানা নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে বের হন অর্থমন্ত্রী। সাথে ছিলেন পৌর চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ । কিভাবে জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখা যায় এই বর্ষার সময় । তার বিকল্প সমস্যা সমাধান বের করতে নির্দেশ দেন পৌর চেয়ারম্যান কে। ইতিমধ্যেই ত্রিপুরায় বর্ষা ঢুকতে শুরু করেছে । উদয়পুরে প্রতি সপ্তায় তিন থেকে চার দিন বৃষ্টি অনবরত দিন অথবা রাতে শুরু হয়ে যায় আর তাতে করে জল নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার ফলে সমস্যায় পড়ে মানুষ। তাই এর থেকে রেহাই দিতে উদ্যোগ নেন অর্থমন্ত্রী । সঠিক জল নিকাশি ব্যবস্থা কবে নাগাদ করা হয় সেদিকে তাকিয়ে এলাকাবাসীরা ।

You may also like

Leave a Comment