প্রতিনিধি, উদয়পুর :-গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় উদয়পুর রাজারবাগ মোটরস্ট্যান্ডে বিভিন্ন যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় । এদিন শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক পার্থ সারথি ঘোষ , গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার ও সভাপতি মকতুল হোসেন সহ প্রমুখ । শরবত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস বলেন , গোটা রাজ্য জুড়ে চলছে বর্তমানে তীব্র দাবদাহ । এর ফলে মানুষের জনজীবন না বিশ্বাস হয়ে উঠেছে । তাই অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগ উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছোট- বড় যান চালকদের মধ্যে শরবতের বিতরণ করা হচ্ছে। অটো রিক্সা শ্রমিকদের মধ্যে এই ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য রাখে। তিনি আবেদন করেন গোমতি জেলার অন্যান্য অটো রিক্সা স্ট্যান্ড গুলোতে যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় । এদিন রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে কলেজ ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের শরবত বিতরণ করার ফলে খুবই খুশি রাজারবাগ মোটর স্ট্যান্ডে আসা সাধারণ মানুষ
161
previous post