প্রতিনিধি, বিশালগড় , ।। এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি (অর্কনীড়) এক অনুষ্ঠানের মাধ্যমে রামঠাকুর কলেজের সাথে কারিগরি দক্ষতা উন্নয়ন, এন্টারপ্রেনিউরশীপ, ই.এ.সি ইত্যাদি বিষয়ের মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজির পক্ষে অধ্যাপক (ড.) এস .পি. গণ চৌধুরী এবং রামঠাকুর কলেজের পক্ষে অধ্যক্ষ (ইনচার্জ) নবেন্দু সেনগুপ্ত ও প্রাক্তন অধ্যক্ষ ড: চিত্রা পাল উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন টিচার’স কাউন্সিলের সচিব ড: অনন্ত কুমার, বাণিজ্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড: অর্জুন গোপ, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং আই.কিউ.এ.সি – র কো-অর্ডিনেটর ড.শুভদীপ পাল এবং অর্কনীড়ের অন্যান্য সদস্যবৃন্দ ।আয়োজক সংস্থা রামঠাকুর কলেজের স্মার্ট ক্লাসে অনুষ্ঠিত মৌ স্বাক্ষর অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক (ড.) এস.পি. গণ চৌধুরী । অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক সংস্থার পক্ষ থেকে গ্লোবাল ওয়ার্মিং – র উপরও এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন প্রধান অতিথি তথা অর্কনীড়ের সভাপতি ড. এস. পি. গণ চৌধুরী। তিনি আগামীতে আমাদের সুন্দর পৃথিবীকে তথা রক্ষা করার বিভিন্ন পরিকল্পনা অবহিত করেন।এছাড়া আগামীতে, এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি এবং রামঠাকুর কলেজ উভয়ই বর্তমান ছাত্র ছাত্রী এবং পাস আউট ছাত্র ছাত্রীদের জন্য দক্ষতা উন্নয়ন এবং এন্টারপ্রেনিউর্শিপ ইত্যাদি বিষয়ের উপর কাজ করবে বলে এই অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দরা আলোচনা করেন। উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ তথা নবেন্দু সেনগুপ্ত দক্ষতা ও প্রযুক্তিগত বিষয়ে এটাই কলেজের প্রথম “মৌ স্বাক্ষর” বলে অর্কনীড় কে ধন্যবাদ জানান ।
132
previous post