প্রতিনিধি , উদয়পুর :-
ভারতের নির্বাচন কমিশন শনিবার দুপুরে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে । লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ত্রিপুরায় শুরু হয়েছে বিজেপির জোড় প্রচার । শনিবার বিকেলে ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে আর কেপুর মন্ডলের উদ্যোগে দলীয়ভাবে ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে উদয়পুর গ্রন্থাগারে এবং রিস্কা শ্রমিকদের নিয়ে রমেশ চৌমুহনী তে জাতীয় সড়কের পাশে এক সভা অনুষ্ঠিত হয় । এই দুটি সভায় উপস্থিত ছিলেন , ৩১ রাধাকিশোরপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি গৌতম দাস , ৩১ আরকেপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাকেশ শীল সহ প্রমূখ । এই দুটি সভায় ভাষণ রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন ,
আপ কি বার ৪০০ পার
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জী’ র হাতকে আরো শক্তিশালী করতে ও রাষ্ট্রের বিকাশকে আরো এগিয়ে নিয়ে যেতে পুনরায় মোদিজী কে পদ্ম চিহ্নে ভোট দিয়ে ৪০০ পার করার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন। এই বৈঠকে সকল ফুটপাত ব্যবসায়ীরা সংকল্প পত্র প্রেরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর কাছে আগামী ভারতের রুপরেখা তৈরি করার লক্ষ্যে। একই সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয় করার জন্য এই লোকসভা কেন্দ্রে জেতানোর জন্য প্রতিটি ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সা শ্রমিকদের কাছে আহ্বান রাখেন এই দিন মন্ডল সভাপতি । সেই সাথে ব্যবসায়ীদের পরিবারদের কাছেও এই আবেদনের বার্তা পাঠান মন্ডল সভাপতি। এদিন বিকেলে লোকসভা ভোট ঘোষণা হতে গোটা আর কেপুর মন্ডলের উদ্যোগে যেভাবে উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে মিছিল সংঘটিত করা হয়েছে তাতে করে বুদ্ধিজীবী রাজনৈতিক মহল মনে করছে রাজ্যের শাসকদলের প্রার্থীর প্রচার বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে। এদিনের দলীয় সভায় রিক্সা শ্রমিক এবং ফুটপাত ব্যবসায়ীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।