প্রতিনিধি, উদয়পুর :-
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে জেতানোর লক্ষ্যে এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নামলো শাসক দল বিজেপি । শনিবারে বিকেলে উদয়পুর জামতলা টাউন হল সামনে থেকে ৩১ আর কে পুর মন্ডলের উদ্যোগে এক মিছিল বের হয় উদয়পুর শহরে । এই মিছিলে অংশ নেন মন্ডল সভাপতি প্রবীর দাস, গোমতি জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা, আরকে পুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম থেকে শুরু করে অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । এই মিছিল থেকে যুব মোর্চার কর্মীরা স্লোগান তোলে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জেতানোর লক্ষ্যে ভোটারদের কাছে স্লোগানের মধ্যে দিয়ে এদিন ভোট প্রচারে নামে । মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের ছিল ব্যাপক হাড়ে।এদিনের মিছিল কে কেন্দ্র করে বিজেপির যুব মোর্চার কর্মী থেকে শুরু করে মন্ডলের বিভিন্ন নেতৃত্বদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।