রাজ্যের উদ্যান দপ্তরের চেয়ারম্যান হিসেবে নবনিযুক্ত হওয়ায় শনিবার জেলা কিষান মোর্চা এবং কিষান মোর্চা খোয়াই মন্ডলের উদ্যোগে কৃষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি জহর সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করার লক্ষ্যে কৃষান মোচা খোয়াই মন্ডলের উদ্যোগে তাঁত চৌমুহনী কাঞ্চনপ্রভা কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কৃষান মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির রাজ্য সভাপতি জহর সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন কৃষান মোর্চা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বরণ রায়, জেলা সভাপতি অজিত শীল, কৃষান মোর্চার মন্ডল সভাপতি সমরেন্দ্র দত্ত এবং খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা প্রমুখ। বৈঠকে আলোচনা করতে গিয়ে রাজ্য সভাপতি জহর সাহা বলেন বিগত ২৫ বছর রাজ্যের কৃষকরা ছিল অবহেলিত, বঞ্চিত। রাজনৈতিক রঙ দেখে কৃষকদের ধানের বীজ,আলোর বীজ,সার এবং কীটনাশক ওষুধ প্রদান করা হতো। এখন রাজনৈতিক রঙ দেখা হয় না। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পাচ্ছে রাজ্যের কৃষকরা। কৃষি বীমা যোজনা, কৃষক কল্যাণ যোজনা, পিএম কিষান যোজনা, বিনামূল্যে সার বীজ প্রকল্প যোজনা, কৃষক ভাতা মাসে ৫০০ টাকা, বছরে মোট ৬ হাজার টাকা প্রদান করা হচ্ছে। দেশের কৃষকদের কল্যাণ একের পর এক পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। সব শেষে তিনি বলেন দেশের সার্বিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে রাজ্যের দুটি লোকসভা আসন মোদি জি কে উপহার স্বরূপ তুলে দেওয়া হবে। এর জন্য এখন থেকেই দলীয় কার্যকর্তাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এই দিন সাংগঠনিক বৈঠক শেষে পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের আর্থিকভাবে দুর্বল কৃষক পরিবার সন্তোষ পালের ক্ষেতের পাকা ধান কেটে দেন জহর সাহা সহ কৃষান মোর্চার কার্যকর্তাগন।
140
previous post