প্রতিনিধি, উদয়পুর :-
আগামী বছর গোটা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন । লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলীয়ভাবে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে এখন থেকেই । পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ৪১ অম্পি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন শক্তি কেন্দ্রের অন্তর্গত সকল বুথের যুব মোর্চার বুথ কমিটির উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্ব-শক্তিকরন সহ সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় । সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন , গোমতি জেলা যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত সাহা, সম্পাদক সন্দীপ সাহা ও সাধারণ সম্পাদক কিষান দেব সহ প্রমূখ । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা বলেন, আগামী বছর দেশে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। একই সাথে রাজ্যের দুই আসনে করা হবে লোকসভা ভোট । তাই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ৪১ অম্পি বিধানসভা কেন্দ্রে দলীয়ভাবে বিভিন্ন মিছিল, মিটিং ও সভা করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সাথে দলের সংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিনিয়ত দল বিভিন্ন বৈঠক করে চলেছে । কোথাও যদি সংগঠন দুর্বল থেকে থাকে সে সকল বিষয়গুলি সামনে নিয়ে আসতে হবে এবং কিভাবে ঐ সকল এলাকায় দলীয় নেতৃত্ব এবং কর্মীদেরকে কাজে লাগানো যায় সেদিকে নজর দিতে হবে । পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানো একদিকে যেমন দায়িত্ব অন্যদিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি প্রচারের আলোয় নিয়ে আসতে হবে। সমস্ত ভোটারদের কাছে ভারত সরকারের উন্নয়ন এবং রাজ্য সরকারের কাজকর্ম তুলে ধরতে হবে । তাই প্রতিদিন এবং প্রতিনিয়ত সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করার লক্ষ্যে এই ধরনের সাংগঠনিক বৈঠক প্রতিটি বুথে করা হচ্ছে। তাই আগামীর লোকসভা ভোটকে সামনে রেখে এই ধরনের সভা করে যেতে হবে যুব মোর্চার কর্মীদেরকে। একই সাথে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য নির্দেশ দেন । পাশাপাশি দলের কর্মীদেরকে একজোট হয়ে বিরোধীদের সমস্ত মিথ্যাচারকে রাজনৈতিকভাবে খণ্ডন করার জন্য রাজনৈতিক প্রচারসূচি জারি রাখার আবেদন জানান। একই সাথে এদিন উপজাতি দলীয় কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয় প্রতিটি এডিসি এলাকার সমস্ত উপজাতি ভোটারদের সাথে যোগাযোগ স্থাপন করে দলীয় প্রচার যেন জোর কদমে চালানো হয় সেদিকে নজর দেওয়ার জন্য । এদিন যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় গোমতী জেলা যুব মোর্চার কর্মীদের মধ্যে ।