Home » শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ তম বিধানসভা ভোট গ্রহন ২৭ কল্যানপুর প্রমোদনগ, ২৮তেলিয়ামুড়া এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্র এলাকায়।

শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ তম বিধানসভা ভোট গ্রহন ২৭ কল্যানপুর প্রমোদনগ, ২৮তেলিয়ামুড়া এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্র এলাকায়।

by admin

তেলিয়ামুড়াপ্রতিনিধি-
শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ তম বিধানসভা ভোট গ্রহন ২৭ কল্যানপুর প্রমোদনগ, ২৮তেলিয়ামুড়া এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্র এলাকায়। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে চলছে ভোট গ্রহন। বেশ কয়েকটি বুথ কেন্দ্রে ইভিএম মেশিনের যান্ত্রিক গোলযোগের কারনে ভোট অনেকটাই বিলম্বে শুরু হয়। এমনকি কিছু কিছু বুথ সেন্টারে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর শুর হয় ভোট গ্রহন। এতে ভোটাররা ক্ষোভ উগরে দেয়। কিন্তু সার্বিক ভাবে এখন পর্যন্ত শান্তিশৃঙ্খলা ভাবে ভোট গ্রহন চলছে।কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়াযায়নি।সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে উৎসবের মেজাজে ভোট দিতে দেখাগেল। শুরুর দিকে বেশ কিছু বুথ সেন্টারে যান্ত্রিক গোলযোগের কারনে দেরী হলেও বেশির ভাগ বুথ সেন্টারেই সময়ের মধ্যেই শুরু হয় ভোট গ্রহন। কিছু কিছু বুথ সেন্টারে বিকেল ৪ টাত পরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটচপ্রদান করার দৃশ্য লক্ষ করাযায় এদিন। সন্ধ্যার পরেও লাইনে দাঁড়িয়ে গনতত্রের উৎসবে মানুষকে শতঃস্ফুর্ত অংশ গ্রহন করতে দেখাযায়। এদিকে বহিঃরাজ্যের নিরাপত্তা রক্ষিরা কিছু কিছু বুথ সেন্টারে সংবাদ মাধ্যমের কর্মিদের সাথে অসহযোগিতা করার অভিযোগ রয়েছে। যদিও সাংবাদিকেরা তাদের কর্তব্য পালনে পিছপা না হয়ে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ধরনের অপৃতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হল তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র তথা ২৭ কল্যানপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া এবং ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভোট।

You may also like

Leave a Comment