Home » ভারতীয় মজদুর সংঘ উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় উদয়পুর

ভারতীয় মজদুর সংঘ উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় উদয়পুর

by admin

উদয়পুর প্রতিনিধি : ভারতীয় মজদুর সংঘের সোনালী ৭০ বছর শ্রমিক সম্পর্ক অভিযান ১ লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত । এই অভিযান উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার উদ্যোগে রবিবার বিকেল চারটায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় উদয়পুর জামতলা স্থিত টাউনহলের প্রাঙ্গণ থেকে । এই বর্ণাঢ্য রেলিতে ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব অংশ নেন । পড়ন্ত বিকেলে প্রায় হাজার শ্রমিকদের নিয়ে এই বর্ণাঢ্য রেলিটি উদয়পুর শহরের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলের সামনে এসে এক পথ সভায় মিলিত হয় । এই পথসভায় বক্তব্য রাখতে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক বলেন , ভারতীয় মজদুর সংঘ গোটা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন । কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন যুক্ত রয়েছে এই সর্ববৃহৎ এই সংগঠনের সাথে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই রাজ্যকে বিভিন্ন দিক থেকে উন্নত করার জন্য কাজ করে চলেছে তখন একটি শ্রেণীর মানুষ কিভাবে সরকারকে বদনাম করা যায় তার জন্য কাজ করে চলেছে। কিন্তু ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখা সংগঠনগুলি কখনো রাজ্য বিধানসভা আবার কখনো লোকসভা নির্বাচন সর্বত্র সরকারকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে ক্ষমতায় আনার জন্য প্রচার অভিযান চালিয়েছে প্রতিটা সময়। কিন্তু বর্তমানে মঞ্চের নাম করে উদয়পুরে কর্মচারীদের মধ্যে বিভাজনের রাজনীতি করার জন্য একটি অংশের মানুষ প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক প্রচার অভিযান চালাচ্ছে উদয়পুরে। কিন্তু আজকের এই মিছিল থেকে রাজ্য নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দেন। আগামী দিনে সরকারকে যেন বদনাম করা না হয় এবং কর্মচারীদের জন্য যেভাবে সরকার কাজ করে চলেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিন মঞ্চ নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মজদুর সংঘের জেলা থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা। এদিনের এই পথসভা কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ।

You may also like

Leave a Comment