জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সেনা এবং এক পুলিশকর্তা। আর একই দিনে জি২০ সম্মেলনের সাফল্য উদ্যাপনে মহা ধুমধামে পুষ্পবৃষ্টি করে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে স্বাগত জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই বৈপরীত্যকে সামনে রেখেই আজ কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ-এর মতো বিরোধী দলগুলি।
৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সময় থেকে মোদী প্রশাসন দাবি করে আসছে যে, কাশ্মীরে শান্তি ফিরেছে। কংগ্রেস নেতা পবন খেরার কথায়, “এই সরকার শুধুমাত্র প্রচার অনুষ্ঠান আর খবরের শিরোনাম তৈরি করায় বেশি উৎসাহী। শান্তি তো কোনও প্রচার অনুষ্ঠানে ফেরানো যায় না, তার কোনও শিরোনামও হয় না। বর্ণাঢ্য শোভাযাত্রা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপূরক হতে পারে না। এটা ঘটনা যে, কাশ্মীরের পরিস্থিতি আদৌ স্বাভাবিক নয়।”