প্রতিনিধি,গন্ডাছড়া ১৪ জুলাই:- গত ৭ জুলাই পবিত্র বিধানসভায় বিরোধীরা অশালীন আচরণ ও অসংসদীয় শব্দ প্রয়োগ, গড়িমা ও মর্যাদা’কে কালি মালিপ্ত করার প্রতিবাদে গোটা রাজ্যের ৬০টি মন্ডলের সাথে তাল মিলিয়ে শুক্রবার রাইমাভ্যালী মন্ডলেও বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। এদিন বিক্ষোভ মিছিলটি মন্ডল কার্যালয়ের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল এক রেলীর মাধ্যমে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মধ্য বাজারে এক সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ জেলা,মন্ডল এবং মন্ডলের বিভিন্ন মোর্চা নেতৃত্বরা।