প্রতিনিধি মোহনপুর:-মোদী সরকারের ৯ বছর পূর্তিতে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে দলীয় কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার গান্ধীগ্রাম বৈদ্যনাথ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
এক মাস ব্যাপী মোদী নেতৃত্বাধিন কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বামুটিয়ার বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজকর্মকে কেন্দ্র করে মতবিনিময় করেন। নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গোটা ভারতবর্ষে নয় বছর যে সমস্ত জনকল্যাণমুখী কাজগুলো করেছে সেগুলো সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হলেন প্রতিমা ভৌমিক। এর পাশাপাশি সরকারের কাজের বিভিন্ন দিক নিয়ে এদিন সবার সাথে খোলামেলা কথা বললেন প্রতিমা ভৌমিক। মতবিনিময় সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন এবং অন্যান্যরা।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে দলীয় কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়
121