Home » রাইমাভ্যালীতে বিরোধী দলে ভাঙ্গন

রাইমাভ্যালীতে বিরোধী দলে ভাঙ্গন

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ৪৪ রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে বুধবার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন শম্ভুরাম পাড়ায় অনুষ্ঠিত যোগদান সভায় সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ১৬ পরিবারের ৪৪ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং । এছাড়া যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডলের যুব মোর্চা সভাপতি সজল মল্লিক, বিজেপি ধলাই জেলা কমিটির সদস্য দ্বীপ দাস, রাইমাভ্যালী নেতৃত্ব উৎপল ত্রিপুরা প্রমুখরা। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাইমাভ্যালী মন্ডলে ভারতীয় জনতা পার্টির শক্তি বাড়ানোর লক্ষ্যে এমডিসি ভূমিকানন্দ রিয়াং গ্রাম থেকে পাহাড় সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাহাড় বিরোধীশূন্য করে শক্তিশালী বিজেপি সংগঠন তৈরি করা। সেখানে আলোচনা করতে গিয়ে এমডিসি ভূমিকানন্দ রিয়াং বলেন ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। তার থেকে পিছিয়ে নেই রাইমাভ্যালী । তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের একের পর এক জনকল্যাণমুখী কাজে রাইমাভ্যালীতে ব্যাপক উন্নয়ন ঘটে। সেখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সবকিছুর উন্নয়ন ঘটেছে। এমতাবস্থায় বিজেপি সরকারের জনকল্যাণমুখী কাজ দেখে পাহাড়ের মানুষ দিন দিন বিজেপি-মুখী হচ্ছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন গত নির্বাচন থেকে কয়েক গুণ বেশি ভোট পেয়ে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি জয়লাভ করবে। এদিনের যোগদান সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment