প্রতিনিধি,১৫ মার্চ:- ফসলের জমিতে অগ্নিসংযোগ, ঘটনা মঙ্গলবার গন্ডাছড়া দেবনাথ পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দিন দুপুরে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর দেবনাথ পাড়ার বাসিন্দা তথা চাষী লক্ষণ দেবনাথের দেড়কানি ফসলের জমিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাষী লক্ষণ দেবনাথ ছুটে গিয়ে অনেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে ফসল খেতের নেটের বাউন্ডারি পুড়ে ছাই পাশাপাশি আগুনের লেলিহান শেখায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই না মিষ্টি কুমোর, লাউ সহ বিভিন্ন জাতের ফসল দুষ্কৃতিকারীরা লুটপাট করে নিয়ে যায়। এমনকি জমিনের স্টোর রুমের ঘর ভেঙ্গে স্প্রে মেশিন, দা, কোদাল, সার, বীজ, ওষুধ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এতে করে চাষীর প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান। ঘটনার খবর পেয়ে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের সাধারণ সম্পাদক তথা এলাকার সমাজসেবী আদিত্য সরকার। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সাথে কথা বলেন এবং কিভাবে চাষীকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া যায় তারও আশ্বাস দেন। এদিকে চাষী লক্ষণ দেবনাথ তার এই বিশাল ক্ষতিতে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। তিনি জানান অন্যের কাছ থেকে ধার দেনা করে কোনক্রমে চাষাবাদের কাজ করতেন। আর এই কৃষি কাজের উপর নির্ভর করেই তিনি সংসার প্রতিপালন করেন। এমত অবস্থায় এখন কিভাবে তিনি ঘুরে দাঁড়াবেন তাহা ভেবে পাচ্ছেন না। তাই লক্ষণ দেবনাথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন প্রশাসন যেন পুনরায় চাষাবাদ করার ক্ষেত্রে তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকে তাকিয়ে আছেন লক্ষণ দেবনাথের গোটা পরিবার।
82
next post