প্রতিনিধি, বিশালগড়, ১৫ মার্চ।। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরিক্ষা। বিশালগড়ে তিনটি পরিক্ষা সেন্টার রয়েছে। পরিক্ষা সেন্টারের বাইরে অভিভাবকদের সুবিধার্থে প্রশান্তি নিলয় তৈরি করলেন নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। অস্থায়ী ছাউনি তৈরি করে সেখানে বসার জন্য চেয়ার, বৈদ্যুতিক পাখা, পানীয় জল রাখা হয়েছে।
বুধবার ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ইংরেজি পরিক্ষা। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং করইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রয়েছে পরিক্ষা সেন্টার। তিনটি সেন্টারের বাইরে প্রশান্তি নিলয় তৈরি করা হয়েছে। বুধবার তিনটি প্রশান্তি নিলয় পরিদর্শন করে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত তরুণ বিধায়ক সুশান্ত দেব। বিধায়কের অভিনব ভাবনার ভূয়সী প্রশংসা করেন পরিক্ষার্থীদের অভিভাবকরা। অতীতে এমন নজির পরিলক্ষিত হয়নি। পরিক্ষার্থীরা পরিক্ষা হলে প্রবেশ করার পর অভিভাবকরা রোদ বৃষ্টি তেষ্টা সহ নানা অসুবিধা ভোগ করতেন। কিন্তু এবারই প্রথম বিশালগড় দেখলো অভিনবত্ব। এতে খুশি অভিভাবক সহ স্থানীয় শিক্ষানুরাগী মহল।
পরিক্ষা সেন্টারে অভিভাবকদের জন্য প্রশান্তি নিলয় তৈরি করলেন বিধায়ক
103