Home » লুট এবং কীর্তনের মধ্য দিয়ে বামুটিয়ায় নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন

লুট এবং কীর্তনের মধ্য দিয়ে বামুটিয়ায় নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভা এলাকায় সমস্ত বুথে মকর সংক্রান্তির দিন লুট এবং কীর্তনের মাধ্যমে সমস্ত নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন হয়। বিধায়ক কৃষ্ণধন দাস মন্ডল সভাপতি বিজু পাল এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রবিবার সকাল থেকে শুরু হয় বুথ অফিস উদ্বোধনের কাজ। একের পর এক বুথ অফিসের উদ্বোধনের কর্মসূচি চলে দিনভর। আসছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা বিধানসভা এলাকায় বুথ স্তরের নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য উদ্বোধন করা হয় এই বোথ অফিসগুলোর। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে খুল কর্তাল এবং লুটের কীর্তনের সাথে দলীয় কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এলাকার ব্যাপক অংশের মানুষের সমর্থন কুরাতে সক্ষম হয়েছে বিজেপি বা মতিয়া মন্ডল নেতৃত্ব।

You may also like

Leave a Comment