Home » রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে মধুপুর হাসপাতালে স্বপ্নপূরণ

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে মধুপুর হাসপাতালে স্বপ্নপূরণ

by admin

মধুপুর প্রাথমিক হাসপাতালে দ্বিতল ভবন ২৪ নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে দার উদ্ঘাটন হবে। কমলা সাগর বিধানসভার মধুপুর প্রাথমিক হাসপাতালটির দীর্ঘদিন ধরে অনুন্নত অবস্থায় পড়েছিল। যদিও কমলা সাগর বিধানসভায় একমাত্র প্রাথমিক হাসপাতাল মধুপুর হাসপাতালের উপর নির্ভরশীল অত্যন্ত গ্রামের সাধারণ মানুষ। বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মধুপুর প্রাথমিক হাসপাতাল কে উন্নতি করার প্রচেষ্টায় এবং আধুনিকভাবে ও প্রযুক্তি বিদ্যার ব্যবহার করে খুব চিকিৎসার দেওয়ার জন্য পরিকল্পনা করে বর্তমান শাসক দল ও তার আধিকারিক। পরবর্তী সময়ে গড়ে ওঠে মধুপুর প্রাথমিক হাসপাতালে অত আধুনিক ও প্রযুক্তির মাধ্যমে 20 সিট বিশিষ্ট দ্বিতল ভবন। যার মধ্যে রয়েছে রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা ও গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসব করার সুব্যবস্থা যা বর্তমান মধুপুর প্রাথমিক হাসপাতালে এক প্রকার নেই বললেই চলে। বর্তমান অবস্থায় রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের মেজে শয্যা শায়িত ভয়ে চিকিৎসা ব্যবস্থা করানো হয়। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা মধুপুর প্রাথমিক হাসপাতালের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার হাত ধরে ২৪ শে নভেম্বর উদ্বোধন হতে চলেছে। সেই উপলক্ষে ১৫ নভেম্বর বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা সহ বিশালগড় ব্লক আধিকারিগণ শর জমিনে খাতিয়ে দেখেন এবং পরিপূর্ণভাবে গঠন করা হয়েছে কিনা তাতেও সুদৃষ্টি দিয়েছেন আধিকারিগণ। ২৪ শে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে তার উদঘাটনের সকল প্রয়োজনের ব্যবস্থা সরজমিনে খাতিয়ে দেখেন বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা। দ্বিতল ভবনের দ্বার উদ্ঘাটনের পরবর্তী পর্যায়ে চিকিৎসা পেতে চলেছে মধুপুর বাসি তা বলা বাহুল্য।

You may also like

Leave a Comment