প্রতিনিধি, বিশালগড়, । আসন্ন লোকসভা নির্বাচনে দলের জয় সুনিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির কার্যকর্তারা। নানা কার্যক্রমের মাধ্যমে জনভিত আরও মজবুত করার কাজ চলছে। সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের অঙ্গ হিসেবে প্রতি বুথে দেওয়াল লিখন শুরু হয়েছে। শনিবার বিশালগড় মন্ডলে দেওয়াল লিখন শুরু হয় বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে। এদিন বিশালগড় বিধানসভার এক নম্বর বুথে তুলির টানে দলের প্রতিক চিহ্ন পদ্মফুল অঙ্কন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন দলের কার্যকর্তারা। বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় বিধানসভার ষাটটি বুথে ৩০০ টি দেওয়াল লিখন হবে। বুথের কার্যকর্তারা এই কাজ শুরু করেছে। কার্যকর্তাদের উৎসাহ প্রদানের জন্য রঙ তুলি হাতে নিয়ে দেওয়ালে পদ্মফুল অঙ্কন করেন বিধায়ক সুশান্ত দেব।
150
next post