Home » খেলো ধর্মনগর প্রতিযোগিতা শেষের পথে চলে আসছে, সর্বত্র টানটান উত্তেজনায় ভরপুর।

খেলো ধর্মনগর প্রতিযোগিতা শেষের পথে চলে আসছে, সর্বত্র টানটান উত্তেজনায় ভরপুর।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
খেলো ধর্মনগর প্রতিযোগিতা এক এক করে বিভিন্ন পর্বের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কবাডি ভলিবল ইত্যাদির ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। শনিবার দিন রাত পর্যন্ত চলে বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। সম্পূর্ণ টুর্নামেন্টে অপরাজিত থেকে কবাডিতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ধর্মনগর প্রেসক্লাব। উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচে ধর্মনগর প্রেসক্লাব ৪২–৩২ পয়েন্টে বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। অসৎ বুদ্ধি নিয়ে বয়েজ ক্লাবের সমর্থকরা প্রেসক্লাবের খেলোয়াড় এবং সমর্থকদের উপর গালিগালাজ করে চড়াও হওয়ার চেষ্টা চালালে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ অনুরোধ করে এই ধরনের অসদ উপায় থেকে বিরত থাকার জন্য। পরবর্তী সময় খেলা শুরু হলে প্রেসক্লাবের খেলোয়ারদের সামনে বয়েজ ক্লাবের খেলোয়াড়রা নৈপুণ্যের দিক দিয়ে পরাজিত হয়ে পরাজয় বরণ করে মাঠ ত্যাগ করে। এদিকে বিদ্যালয় স্তরের কবাডিতে বীর বিক্রম ইনস্টিটিউশন চন্দ্রপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। বিদ্যালয় স্তরে মেয়েদের বিভাগে পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে পরাজিত করে শিরোপা দখল করে। পুরুষদের ভলিবল প্রতিযোগিতায় ওয়াই এম এসি বয়েজ ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। মেয়েদের ভলি বলে কালাছড়া একাদশ নবযুগ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। এদিকে বিদ্যালয় স্তরের ভলি বলে মন্টেসরি শিক্ষা ভবন গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। খেলার মাঠে উত্তেজনা কখনো কখনো এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যাচ্ছে যে তা থেকে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার এবং আহ্বায়ক শ্যামল কান্তি নাথ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন।

You may also like

Leave a Comment