
ধর্মনগর প্রতিনিধি।
প্রতিদিন দুর্ঘটনা এবং দুর্ঘটনা জনিত মৃত্যু লেগেই চলেছে উত্তর জোড়া জুড়ে। আগের দিন রাতে দুইজন বাইক আরোহ ীর মৃত্যুর পরের দিন অর্থাৎ শনিবার রাতে আবার দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন মৃত্যুর কোলে ঢ়লৈ পড়েছে বাকি দুইজন ধর্মনগরর উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার কাঞ্চনপুরের পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজ এলাকায় দুটো বাইক রাতে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকের নম্বর টিয়ার ০১ এস ৭৫৭৮ (পালসার এনএস টু হান্ড্রেড), এতে আরোহী হিসেবে ছিলেন সুজিত বড়ুয়া বয়স ৪০ বছর বাড়ি রবীন্দ্রনগর এবং লিটন দাস বয়স ৩৯ বছর বাড়ি নেতাজি পাড়া কাঞ্চনপুর। অপর বাইক টি আর ০১ এ এন 9958( pulsar 150), এতে আরো হিসেবে ছিল জনসন রিয়াং ২৩ বছর বয়স বাড়ি দশদা। মুখোমুখি সংঘর্ষের পর তিন জনকেই কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখায় জনসন রিয়াংকে আগরতলার উদ্দেশ্যে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে উঠানোর সাথে সাথেই জনসন রিয়াঙ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে হাসপাতালে সুজিত বড়ুয়ার অবস্থা কিছুটা ভালো হলেও লিটন দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজা নাগ। প্রতিদিন বাইক দুর্ঘটনা এবং মৃত্যু যেন পিছু ছাড়ছে না উত্তর জেলাকে।