প্রতিনিধি , উদয়পুর :-
২০২৪ সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিকভাবে প্রচার শুরু করে দিয়েছে শাসকদল বিজেপি। বুধবার বিকেলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানী ১ নং শক্তি কেন্দ্রের উদ্যোগে এক ঐতিহাসিক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় উপস্থিত ছিলেন , রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা । এদিন যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , বর্তমান রাজ্য সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর রাজ্যে উন্নয়ন জারি রেখেছে । তেমনিভাবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে নতুন বিধায়ক অভিষেক দেবরায় ভোটে জয়লাভ করে বিধানসভা আগে নির্বাচনী প্রচারে বের হয়ে যে সকল প্রতিশ্রুতি গুলি দিয়েছিলেন সেই সকল প্রতিশ্রুতি গুলি ধীরে ধীরে কার্যকর করতে শুরু করে দিয়েছে । এছাড়া মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে সমস্ত গ্রামীণ এলাকায় বিকাশ মেলার মাধ্যমে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা জনসাধারণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে । তাছাড়া গড়ে তোলা হয়েছে এই মহারানী এলাকায় নতুনভাবে প্রাথমিক হাসপাতাল । এছাড়া নতুন পাকা সড়ক পথ থেকে শুরু করে বৈদ্যুতিক আলো ও গ্রামীন এলাকার কাঁচা সড়কগুলিকে নতুনভাবে পাকা সড়কে তৈরি করা ইত্যাদি বিষয়ে জোর দিয়েছে বিধায়ক অভিষেক দেবরায় । উন্নয়নকে সামনে রেখে আগামী দিন কাজ করবে দলীয় কর্মীরা। বর্তমান সরকারের উন্নয়নের কাজকর্ম দেখে এইদিন ঐতিহাসিক যোগদান সভায় বাম ও কংগ্রেস সমর্থিত রাজনৈতিক দল ত্যাগ করে ১৬৪ পরিবারের ৪৮২ জন ভোটার বিজেপি দলে যোগদান করে । তাদের হাতে দলীয় পতাকা এবং উত্তরীয় পরিয়ে ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন মন্ত্রী ও বিধায়ক । জনসভা কে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো ।