Home ত্রিপুরা যান দুর্ঘটনায় আহত- ২

যান দুর্ঘটনায় আহত- ২

by admin
0 comment 90 views

প্রতিনিধি মোহনপুর:- যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি। ঘটনা লেফুঙ্গা থানা ধীন সিপাই পাড়া এলাকায়। জানা গেছে বুধবার রাত আনুমানিক ৮ টা নাগাদ একটি গাড়ি এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ভেঙ্গে গুরিয়া যায় বাইক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বাপি দেববর্মা এবং সম্রাট দেববর্মা নামে দুই ব্যক্তিকে। আহতদের বাড়ি লেফুঙ্গার মাইখর এলাকাতে। আহতদের পাঠানো হয়েছে জিবিপি হাসপাতালে। স্থানীয়রা জানান অস্বাভাবিক গতির কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় লেফুঙ্গা পুলিশ।

Related Post

Leave a Comment