Home » উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছে চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘ নামক একটি সমাজ সেবামূলক সংগঠন ।

উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছে চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘ নামক একটি সমাজ সেবামূলক সংগঠন ।

by admin

বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়খণ্ডের প্রত্যন্ত ৫০টি গ্রামের দারিদ্রসীমার নিচে থাকা মোট ৭৭৮টি শবর পরিবারের কাছে উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছে চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘ নামক একটি সমাজ সেবামূলক সংগঠন । সংগঠনের পক্ষ থেকে জানা গেল এই বছর তাদের এই প্রকল্পটির চতুর্থতম বর্ষ । এর মধ্যেই এবারটি নিয়ে মোট সাতবার তারা এই কর্মকাণ্ড চালিয়েছে উক্ত অঞ্চলগুলিতে । প্রতিবারের ন্যায় এবারেও তারা প্রতিটি পরিবারের প্রতিটি মানুষের জন্য বস্ত্র শীতবস্ত্র, পরিবার পিছু একটি করে নতুন কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে । উক্ত অঞ্চলগুলির শিশু ও কিশোরদের মধ্যে শিক্ষাক্ষেত্রে আগ্রহ বাড়ানোর জন্য তাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বেশকিছু বই, খাতা, পেন, পেন্সিল বক্স এবং কিছু খেলনা । শুধু শিক্ষাক্ষেত্রেই নয় ক্রীড়াক্ষেত্রেও তাদের উন্নতি সাধনের জন্য তিনটি ফুটবল প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে । সাথে করে নিয়ে যাওয়া বেশকিছু প্রাথমিক ওষুধও প্রয়োজনমতো প্রদান করা হয় এইসব শবর জনজাতির মানুষদের মধ্যে ।

সংস্থার সম্পাদক শ্রীযুক্ত অরূপ দাস মহাশয় জানান “এ বছরে তাদের দুটি গাড়ি দুটি দফায় ৭ই ডিসেম্বর এবং ৯ই ডিসেম্বর যাত্রা শুরু করে । আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত মোট সাত দিন ধরে ঘুরে ঘুরে এই এলাকার মোট ৭৭৮টি পরিবারের কাছে পৌঁছে গিয়ে তাদের হাতে তাদের পক্ষ থেকে যথাসাধ্য বস্ত্র, শীতবস্ত্র ও কম্বল সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হবে” । সংস্থার আরেক অন্যতম সদস্যা শ্রীমতি রুমা দাস মহাশয়া জানান যে, “দারিদ্রসীমার নিচে থাকা এই সকল শবর জনজাতিদের যথাসম্ভব সাহায্যের চেষ্টা তারা করে চলেছেন । সকলের সহযোগিতায় ভবিষ্যতেও তাদের কাছে উষ্ণতার পরশ নিয়ে উপস্থিত হবার লক্ষ্যে তারা বদ্ধপরিকর” ।

You may also like

Leave a Comment