Home » কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রিস্কা ওয়ালাদের ব্যবসা। কল্যাণপুরের এক রিস্কাওয়ালার আক্ষেপ রাজ্য সরকারের যেন উনাদের প্রতি নজর দেন

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রিস্কা ওয়ালাদের ব্যবসা। কল্যাণপুরের এক রিস্কাওয়ালার আক্ষেপ রাজ্য সরকারের যেন উনাদের প্রতি নজর দেন

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর ১৪ মার্চ।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রিসকা ওয়ালারা। বেশ কয়েক বছর আগে ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে এবং উপজাতি জনপদে রিস্কার তীব্র প্রচলন ছিল। এখন তেমন দেখা যায়না বললেই চলে।” যাইবেন নি ভাই যাইবেন নি ভাই”‘ রিস্কা ওয়ালাদের এই ডাক এখন আর শোনা যায় না। আগে খোয়াই জেলার মিনি শহর কল্যাণপুর মোটর স্ট্যান্ডে প্রচুর রিস্কা দাঁড়িয়ে থাকতো। এখন আর তেমন নেই হাতেগোনা কয়েকটি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রিসকা ওয়ালারা। আগেকার সময়ে কল্যাণপুরের বেশ কয়েকজন ব্যবসায়ী রিস্কা আগরতলা থেকে কিনে এনে ভাড়া দিতেন। এখন আর এসব মালিকদের রিস্কা ভাড়া দিতে দেখা যায় না। এখন বাজারে চলে এসছে ব্যাটারিচালিত টমটম বা টুকটুক। তার প্রচলন এখন বেশি। এর উপর রয়েছে এখন অটো গাড়ি। স্বাভাবিক কারণেই এখন আর রিস্কার প্রচলন বা রিসকা ওয়ালাদের ব্যবসা কমে গেছে। ফাগুনের তপ্ত রোদে হা করে কল্যাণপুর মোটরস্ট্যান্ডে বসে থাকা কল্যাণপুরের বাসিন্দা এক রিকশাচালক নারায়ণ শীল জানালেন, আমি বিগত ৫০ বছর ধরে রিকশা চালাচ্ছি। বলতে গেলে নৃপেন চক্রবর্তীর আমল থেকে। আগে রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করতাম এবং প্রচুর মুনাফা হত। এখন বাজারে এসেছে টমটম, যার কারণে ব্যবসা একদম মন্দা। সংসার প্রতিপালন করাই দায়। তার উপর বাড়িতে একটি আমার ছেলে রয়েছে বি এ পাস করা। এখন টমটম দিয়ে মানুষ ও চলে যায় এবং বাজারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় টমটম। আগে কল্যাণপুরে বেশ কয়েকটি রিস্কা ছিল। আর এখন মাত্র দশটায় রিস্কা । আগে আমরা গোটা কল্যাণপুর এলাকা চরশীপে খেতাম রিসকা নিয়ে যেতাম পশ্চিম কুঞ্জবন, কুঞ্জবন, আর এস পাড়া, মুরাবাড়ি, অমরকলনি, তোতাবাড়ি, কমলনগর, খাস কল্যানপুর, দ্বারিকাপুর,পশ্চিম দ্বারিকাপুর, গিলাতলী, পশ্চিম গিলাতলী, দ্বারিকাপুর, শান্তিনগর, রথিয়া সহ নানান জায়গায়। পাশাপাশি রিজার্ভ টিপও ছিল। সূর্য উঠার সাথে সাথেই ব্যবসা শুরু হতো, রাত পর্যন্ত চলত এই রিস্কাওয়ালাদের ব্যবসা। বর্তমানে আধুনিক যুগে টমটমের কারণে আমাদের ব্যবসা শেষ। শেষে তিনি আক্ষেপ করেন রাজ্য সরকার যেন উনাদের প্রতি একটু নজর দেন।

You may also like

Leave a Comment