তেলিয়ামুড়া প্রতিনিধি:
বসন্তের শুরুতেই জলের অকাল, সমস্যায় কৃষককুল।প্রয়োজনীয় জলের অভাবে ফলন হচ্ছেনা আশানুরূপ। কৃষকের কপালে চিন্তার ভাজ।চাষিদের সমস্যা সমাধানে জল দপ্তরের নেই কোনো পদক্ষেপ। ত্রিপুরারাজ্যে তেলিয়ামুড়া মহকুমা এলাকার শব্জি এবং শীতকালীন ফসলের যথেস্ট চাহিদা রয়েছে রাজ্যের বিভিন্ন বাজার গুলোতে । কিন্তু পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে কৃষককুল। তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীন মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বালুছড়া এলাকার এক কৃষক নিজের জমিতে অন্যান্য বছরের ন্যায় এবারও সুস্বাদু মিস্টি আলুর চাষ করেছিলেন। সম্পুর্ন নিজ উদ্যোগে এই চাষাবাদ। এই চাষাবাদের ক্ষেত্রে তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তর থেকে কোনও ধরনের সরকারি সাহায্য সহায়তা পায় নি বলে অভিযোগ। মুলত সুস্বাদু মিস্টি আলুর অন্য একটি পরিচিত নাম আছে যা,বাড়ি ঘরের গৃহীনিরা একে মিঠাই আলু বলে জানেন। অনেকে এই এই মিঠাই আলু সিদ্ধ করে নরম সুস্বাদু আলু খেয়ে ক্ষুদা নিবৃত্ত করে। কিন্তু এই চাষাবাদের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জল। বসন্ত কালের শুরুতে বৃষ্টি পাত না থাকার কারনে তারা প্রয়োজনীয় চাষাবাদ ও করতে পারছেনা জলের অভাবে। অপর দিকে কৃষকদের চাষাবাদের জন্য এম আই দপ্তরের ওয়াটার পাম্পমেশিম ঘর থাকলেও পাইপ লাইনের সংস্কার না করার ফলে কৃষকরা সময়মত জল পায়না বলে অভিযোগ। তাদের দাবী দপ্তর যেন অতিসত্তর পাইপলাইন গুলি সংস্কার করে কৃষকদের চাষাবাদের জন্য জলের অনুকুল পরিবেশ তৈরী করে দেয়। এদিকে এক কৃষক জানান গত আশ্বিন কার্তিক মাসে মিস্টি আলুর বীজ বপন করেছিল জমিতে।প্রায় চার মাসের মাথায় মিস্টি আলু ঘরে তুলতে শুরু করল। কিন্তু বিগত চারমাসে ফলন ঘরে তুলার আগ পর্যন্ত মিস্টি আলুর চাষের জন্য প্রয়োজনীয় জলের অভাবের দরুন আশানুরূপ ফলন ঘরে তুলতে পারেন নি বলেও আক্ষেপ ব্যক্ত করেন।
প্রয়োজনীয় জলের অভাবে ফলন হচ্ছেনা আশানুরূপ।কৃষকের কপালে চিন্তার ভাজ তেলিয়ামুড়া মধ্যকৃষ্ণপুর গ্রাম
95