উদয়পুর :-
শনিবার দুপুর দুইটায় উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের পাশে প্রথম মহিলা পরিচালিত গ্রামীণ বাজারের শিলান্যাস এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি জামজুরি এলাকায় একটি পশু হাসপাতালেরও শীলান্যাস করেন কৃষিমন্ত্রী । একই সাথে বিধায়ক তহবিল থেকে ৬ লক্ষ ৩১ হাজার ৯০৬ টাকা ব্যয় পাকা ঘাট পরিদর্শন করেন কৃষিমন্ত্রী । পরে শিলান্যাস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জামজুরী কৃষি প্রধান এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত । কৃষকদের কথা মাথায় রেখে এলাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা । সেই সাথে এই প্রথম গোটা রাজ্যের মধ্যে মহিলা পরিচালিত গ্রামীণ বাজার আগামী দিনে হতে চলছে বলে তিনি জানান । মন্ত্রী বলেন দ্বিতল বিশিষ্ট ১১ কক্ষের মহিলা পরিচিত এই গ্রামীন বাজারটি তৈরি করতে খরচ হবে ৪৪ লক্ষ টাকা । রাজ্য সরকার এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা দেওয়ার পর এই গ্রামের উন্নতি আরও দ্রুত হারে বেড়েছে এমনটাই বলেন জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস । গোটা অনশনকে কেন্দ্র করে এলাকার বিশাল অংশে মহিলাদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো ।