উদয়পুর প্রতিনিধি >>>> কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান সংরক্ষণ গোদামের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানিত হয় কাকরাবন ইচাছড়া এলাকায়। ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গোদামের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়া উপস্থিত ছিলেন , কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস , কাকড়া বন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা ও বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ প্রমুখ । অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ইচাছড়া এলাকায় ১০০০ মেট্রিক টন ধান সংরক্ষণ গোদাম তৈরি হওয়ার কারণে এই কাকড়া বন এলাকা কৃষকরা এখন থেকে এসে দান এই জায়গায় মজুদ করতে পারবে । অতিরিক্ত গাড়ির ভাড়া দিয়ে আর উদয়পুরে যেতে হবে না কৃষকদের । এদিন কিছু মন্ত্রী বলেন যারা দীর্ঘদিন এ কাকরাবন বিধানসভা কেন্দ্র থেকে জনগণের ভোটে জয়ী হয়ে বিধানসভাতে গিয়েছেন এবং দীর্ঘ বহু বছর মন্ত্রী ছিলেন তারা কখনো কাঁকড়া বন বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেনি । শুধুমাত্র মিথ্যা ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে গিয়েছে । আগামী দিনে যে সকল বিরোধীরা সরকারকে বদনাম করার চেষ্টা করছে তারা এই রাজ্য থেকে মুছে যাবে বলে ভাষনে উল্লেখ করেন কৃষিমন্ত্রী । অনুষ্ঠান শেষে পরে গোটা গোদাম ঘরটি ঘুরে দেখেন কৃষিমন্ত্রী । কাকড়াবন ইচাছড়া এলাকায় ধান সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার ফলে খুবই খুশি গ্রামীন কৃষকরা ।
81
previous post