40
প্রতিনিধি মোহনপুর:- রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা হাতে পেয়েও নিজের সততা বিসর্জন দেয়নি যুবকরা।প্রায় দুমাস পূর্বে মোহনপুরের গোপালনগর গ্রামে রাস্তার মধ্যে বেশ কিছু টাকা কুড়িয়ে পেয়েছিল এলাকার কতিপয় যুবকরা। সেই টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে যুবকরা চেষ্টা করেছিল। সামাজিক মাধ্যমে প্রচারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সন্ধান করা হয়েছিল প্রকৃত মালিকের। কিন্তু দুমাস পেরিয়ে গেলেও প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সেই টাকা দিয়ে গোপালনগরে দুস্থ ছেলেমেয়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল স্নেহাশীষ গোপ এবং সিমরান দত্ত সহ অন্যান্য যুবকরা। যুবকদের এই সৎ মানসিকতা দেখে খুশি এলাকার অভিভাবক সহ সাধারণ মানুষ।