Home » বিজেপি কিষান মোর্চার পরিক্রমা যাত্রা, শুভ উদ্বোধন।

বিজেপি কিষান মোর্চার পরিক্রমা যাত্রা, শুভ উদ্বোধন।

by admin

ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার একমাস ব্যাপী গ্রাম পরিক্রমা যাত্রা সর্বভারতীয় কার্যক্রমের ত্রিপুরা প্রদেশের শুভ উদ্বোধন করে বিজেপি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত রাজিব ভট্টাচার্য মহাশয়। ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় বিশালগড় টাউন হলে। মাননীয় সভাপতি ওনার ভাষনে এই কার্যক্রমের সফলতা কামনা করেন এবং উনি বলেন সংগঠনিক কাজের অনেকগুলো দিকে ত্রিপুরা ভারতের প্রথম স্থানে রয়েছে এই কার্যক্রমে ও ত্রিপুরা প্রথম স্থান পাবে বলে উনি দাবী করেন এবং এই দায়িত্ব বিজেপি কিষান মোর্চার উপর রয়েছে রাজ্য কিষাণ মোর্চা এক মাস ব্যাপী প্রতি গ্রামের ঘরে ঘরে মোদিজীর নয় দফা কৃষক ও গরিব কল্যাণে যে কার্যসূচী সম্পন্ন হয়েছে তার বিবরণ পৌঁছে দেবেন। তিনি কিষান মোর্চা এই কার্যক্রমের বিস্তৃত আলোচনা করেন ও সফলতা কামনা করেন। স্বাগত ভাষণ রাখেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায়। তিনি বলেন ভারতবর্ষের সবকটি জেলার সাথে রাজ্যের দশটি জেলাতে আজ এই কার্যক্রম পালিত হচ্ছে। এবং আগামী এক মাস ব্যাপী গ্রাম পরিক্রমা যাত্রা চলবে। এই কার্যক্রমের অঙ্গ অনুযায়ী চৌপল সভা ঘর ঘর অভিযান গোমাতা পূজা সমস্ত দেব-দেবীর মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতির পূজা হবে এবং গত ১০ বছরে নরেন্দ্র মোদিজীর শাসনকালে ভারতের অগ্রগতি এবং বিভিন্ন স্তরের সাফলতার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হবে। অন্যান্যদের মধ্যে সভায় ভাষণ রাখেন ভাষণ রাখেন এই গ্রাম পরিক্রমা যাত্রা কেন্দ্রীয় পর্যবেক্ষক আদরনীয় অশোক সিং মহাশয় উনার বক্তব্যে মোদিজীর শাসনকালে বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে অগ্রগতি হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। মূল অনুষ্ঠানটি হয় উত্তরপ্রদেশের মজ্জফরপুরে সেই অনুষ্ঠান সরাসরি এলইডি স্কিনের মাধ্যমে ত্রিপুরার প্রতিটি জেলায় কৃষককে দেখানো হয় সেখানে বিশিষ্ট জনের মধ্যে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কিষান মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজকুমার চাহারজি এমপি মহাশয়।

You may also like

Leave a Comment