দেখে মনে হবে কলেজ ছাত্রী। অথচ তিনি ইতিমধ্যেই কাঁধে তুলে নিয়েছেন দেশের প্রশাসনিক কাজের দায়িত্ব। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে কাজ করেন। মাঝেমধ্যেই ছুটে যান ‘স্পেশ্যাল ডিউটি’র তলব পেয়ে। নাম অনন্যা সিংহ। ইনি পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন আইএএস অফিসার।২২ বছর বয়সে আইএএস হওয়ার পরীক্ষায় পাশ করেছিলেন অনন্যা। ২০১৯ সালে প্রথম বার ইউপিএসসি পরীক্ষা দেন। তবে প্রথম বার পরীক্ষা দিয়েই পাশ করবেন, তা অনন্যা নিজেও ভাবতে পারেননি।এক সাক্ষাৎকারে বাংলার এই আমলা বলেছেন, ‘‘সুযোগ পাব না, সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। কারণ, পরীক্ষা একেবারেই মনের মতো হয়নি। তাই পরের বছর পরীক্ষায় বসার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। ইউপিএসসি মেন পরীক্ষার জন্য উত্তর লেখার অভ্যাস করতাম। পরীক্ষা শেষ হতেই আবার পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিলাম।’’ যদিও অনন্যাকে আর দ্বিতীয় বার পরীক্ষায় বসতে হয়নি।
২২ বছরেই ইউপিএসসি-তে চমক! ইনস্টাগ্রামে জনপ্রিয়, বর্তমানে বাংলায় কর্মরত এই আইএএস
by admin
written by admin
102