প্রতিনিধি, গন্ডাছড়া 13 জুন:- গন্ডাছড়ার বাসিন্দা মায়ারানি দেবনাথের ৬৯ তম জন্মদিনটি এবারে এক ভিন্ন রকম উজ্জ্বলতা পেল তাঁর পুত্র, পেশায় সাংবাদিক, রামু দেবনাথের মাধ্যমে। মায়ের জন্মদিন উপলক্ষে তিনি যে মানবিক ও সমাজসেবামূলক পদক্ষেপ নিয়েছেন, তা সকলের মন ছুঁয়ে গেছে।
তাঁর মায়ের জন্মদিন’টিকে অর্থবহ করে তুলতে অমরপুরের পূর্ব মৈলাক গ্রামের এক নিরীহ পরিবারের অসুস্থ শিশুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কাজল দাসের ৮ বছর বয়সী কন্যা প্রিয়াঙ্কা দাস দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া নামক কঠিন রোগে আক্রান্ত। পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় প্রিয়াঙ্কার চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থায় সাংবাদিক বাবু তাঁর মায়ের জন্মদিন উপলক্ষে প্রিয়াঙ্কার হাতে তুলে দেন জামা, স্কুল ব্যাগ, ছাতা, জুতো, আমলদুধ, টিফিন বক্স, পেন্সিল বক্স, জলের বোতল, বিস্কিট, ব্যাস, কলকেট, সাবান, তেল, পাউডার, মুখের স্কীম, সেম্পু, পুতুল, ড্রয়িং খাতা, রং পেন্সিল এবং পাঁচ জাতের ফল। শিশু প্রিয়াঙ্কার চোখেমুখে আনন্দের ঝিলিক ছিল স্পষ্ট। সাংবাদিক বাবুর এহেন উদ্যোগে খুশি কাজল দাসের গোটা পরিবার। পাশাপাশি কাজল দাস সাংবাদিকের মায়ের দীর্ঘ আয়ু কামনা করেন।
সাংবাদিক বাবু বলেন, “প্রতিবার মায়ের জন্মদিনে কেক কাটা, খাবার খাওয়া তো হতোই। কিন্তু এবার মনে হলো এমন কিছু করি যাতে একজন মানুষের মুখে হাসি ফোটে। মা সবসময় আমাদের শেখাতেন দুঃখীদের পাশে দাঁড়াতে। তাঁর শিক্ষাই আজ আমাকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।”
এই অভিনব ও মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। কেউ কেউ বলেন, “এ ধরণের উদ্যোগ সমাজে একটা দৃষ্টান্ত সৃষ্টি করে। একজন সাংবাদিক শুধু খবর পরিবেশনেই নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন— সাংবাদিক বাবু সেটাই করে দেখালেন।”
একজন সন্তানের পক্ষ থেকে মায়ের প্রতি শ্রদ্ধা জানাবার এমন মানবিক দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় উদাহরণ। সাংবাদিক বাবুর মতো আরো অনেকেই যদি বিশেষ দিনগুলোতে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে সমাজ হবে আরও মানবিক ও সুন্দর।
সাংবাদিকের মায়ের জন্মদিনে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ
87
previous post