ধর্মনগর প্রতিনিধি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিষান মোর্চা মন্ডল ভিত্তিক সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। আজ ঊনকোটি জেলার পেচারতল মন্ডল ও কুমারঘাট মন্ডলে কিষান মোর্চার পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি কে নিয়ে দুটি সংগঠনিক সভা হয়। প্রথম সভাটি হয় পেচারথল কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র কুমার দাস ঊনকোটি জেলা বিজেপি সভাপতি শ্রী পবিত্র কুমার নাথ বিজেপি পেচারথল মন্ডল সভাপতি শ্রী আশুতোষ ধর এবং কিষান মোর্চা মন্ডল কমিটির পূর্ণাঙ্গ সদস্যবৃন্দ। সেখানে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিষান মোর্চা পেচারথল মন্ডল কমিটি সকল সদস্য নিজ নিজ গ্রামে তৎপরতা শুরু করবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথির ভাষণে প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় বলেন মোদিজির শাসনকালে সবচাইতে বেশি লাভবান হয়েছেন দেশের কৃষক ও মহিলাগণ। লাভার্থিদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করার জন্য স্থানীয় নেতৃত্ব গণকে তিনি পরামর্শ দেন। দ্বিতীয় সাংগঠনিক সভাটি হয় পাবিয়াছড়া মন্ডল অফিসে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়ার বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস কিষান মোর্চা প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় বিজেপি উনকোটি জেলা সভাপতি শ্রী পবিত্র নাথ, কিষান মোর্চা প্রদেশ সহ-সভাপতি আব্দুল গফুর প্রদেশ সদস্য শ্রী সুব্রত ঘোষ কিষান মোর্চা জেলা সাধারণ সম্পাদক শ্রী মিলন কান্তি দে, বিজেপি পাবিয়াছড়া মন্ডল সভাপতি শ্রী কার্তিক দাস সহ মন্ডল নেতৃত্ব। প্রধান অতিথির ভাষণে পাবিয়া ছড়ার বিধায়ক তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী ভগবান চন্দ্র দাস কিষান মোর্চাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক গ্রামে কৃষকের সাথে জনসংযোগ করার জন্য পরামর্শ দেন। তিনি বলেন বিজেপি শাসনকালে সব চাইতে বেশি উপকৃত হয়েছেন রাজ্যের কৃষকগণ কিষান সম্মান নিধি ফসলবিমা যোজনা, কেসিসি, কৃষি যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার বীজ কৃষক গণ পেয়েছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিষান মোর্চার মণ্ডলভিত্তিক এই তৎপরতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
111
previous post