Home » করবুকে যুব মোর্চার বাইক র‍্যালিতে ব্যাপক সাড়া

করবুকে যুব মোর্চার বাইক র‍্যালিতে ব্যাপক সাড়া

by admin

প্রতিনিধি, উদয়পুর :-করবুক বিধানসভার জনজাতি এলাকায় ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেবের উপস্থিতিতে এক বাইক র‍্যালি অনুষ্ঠিত হয় । এই বাইক র‍্যালিতে ছিলেন গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা , ত্রিপুরা বিধানসভার সদস্য শম্ভূ লাল চাকমা সহ তিপ্রা মথার বিভিন্ন নেতৃত্বরা । এই বাইক মিছিল শেষে ভাষণ রাখতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব তীব্র আক্রমণ শানান বাম ও কংগ্রেসকে। তিনি বলেন বিগত দিনে এই রাজ্যে যত অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল বামেরা । কখনো এগ রাজ্যের ভালো উন্নয়নের কথা চিন্তা করেনি । একটা সময় সিপিআইএম ও কংগ্রেস ছিল একে অপরের বিরোধী । কিন্তু বর্তমানে জোটবদ্ধ হয়ে লড়াই করছে রাজ্যে। যা এই রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না । অপরদিকে গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা বলেন , বিজেপির নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের ভিড় বলে দিচ্ছে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত । বামেরা টানা ২৫ বছর রাজ্যে শাসন ক্ষমতায় থাকলেও রাজ্যের সাধারণ মানুষের কল্যাণে কোন কাজ করেনি । তারা গরিবের সরকার বললেও তাদের নেতা কর্মী এবং পরিবারের সদস্যরাই সব সুবিধা ভোগ করেছে । চিটফান্ডের নাম করে তারা গরিবের কষ্টের টাকা লুটে নিয়েছে । বিজিবি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের গরিব এবং পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে একের পর এক কাজ করে দেওয়া হচ্ছে । তাই রাজ্যের উন্নয়ন দেখে বিরোধীদলের বর্তমানে দিশেহারা। আগামী দিনে পূর্ব ত্রিপুরা আসনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি ও তিপ্রা মথার যৌথ সমর্থনে প্রার্থী কৃতি সিং দেববর্মা ।

You may also like

Leave a Comment