Home » অর্থমন্ত্রীর হাত ধরে ৫৭ জন ভোটার ভাজপায় যোগদান

অর্থমন্ত্রীর হাত ধরে ৫৭ জন ভোটার ভাজপায় যোগদান

by admin

প্রতিনিধি, উদয়পুর :-হাতেগোনা কয়েকদিন তারপরেই রাজ্যে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তাদের শক্তি বৃদ্ধি জন্য করে যাচ্ছেন প্রতিনিয়ত । শুক্রবার বিকাল চারটা নাগাদ ভারতীয় জনতা পার্টি ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে উদয়পুর কয়লার মাঠ এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার সভা ও যোগদান সভা আয়োজন করা হয় । এদিন এই সভাতে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অনেকে । এদিন যোগদান সভায় অর্থমন্ত্রীর হাত ধরে ২১ পরিবার ৫৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় উত্তরীয় ও পতাকা দিয়ে বরণ করে নেন অর্থমন্ত্রী । নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার শেষে রাজ্যের অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন , রাজ্যে দুটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি দলের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের জয়যুক্ত হবেন তা শুধু সময়ের অপেক্ষা। মানুষ উন্নয়নের পাশে ছিলেন উন্নয়নের পাশে থাকবেন । এই বার্তা রাজ্যের প্রত্যেকটা জায়গা থেকেই পাওয়া যাচ্ছে। এদিন যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল সাড়া জাগানো।

You may also like

Leave a Comment