Home » গ্রামে চলো অভিযানে তুলামুড়ায় সাফাই অভিযান করলেন গোমতি জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা

গ্রামে চলো অভিযানে তুলামুড়ায় সাফাই অভিযান করলেন গোমতি জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

গ্রামে চলো অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে ৩৩ কাকা বল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলামুড়া পালপাড়া ৫৪ নং বুথে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাফাই অভিযান করলেন গোমতী জেলা বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা । এছাড়া সোমবার দুপুরে ৫৪ নং বুথে সমস্ত যুব মোর্চা কর্মী থেকে শুরু করে মহিলা মোর্চার কর্মী এবং অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদেরকে নিয়ে এক দলীয় বৈঠক করেন জেলা যুব মোর্চার সভাপতি। দলের বর্তমান সংগঠনিক অবস্থা থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি । আলোচনা শেষে এই ৫৪ নং বুথে থাকা সমস্ত গ্রামীণ ভোটারদের বাড়িতে জনসম্পর্ক অভিযান করেন । ভোটারদের কাছ থেকে জানতে চান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি চালু রয়েছে পঞ্চায়েতের মাধ্যমে সে সকল প্রকল্পগুলির সুবিধা গ্রামবাসীরা পেয়েছে কিনা। পঞ্চায়েত থেকে সঠিকভাবে এই সকল প্রকল্পগুলির বিষয় নিয়ে আলোচনা সর্বত্র হয়েছে কিনা সেইসব বিষয়ও কথা বলেন তিনি । পাশাপাশি প্রধানমন্ত্রীর যে সকল প্রকল্প গুলি চালু রয়েছে সে সকল প্রকল্প গুলি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য এদিন বুথের বুথ সভাপতিদের নির্দেশ দেন যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত সাহা । একই সাথে এদিন ছোট আকারে এলাকায় দলীয় প্রচারে অংশ নেন যুব মোর্চার সভাপতি । দিনভর দলীয় প্রচারে অংশ নেওয়ার ফলে তুলামুড়ার সচেতন রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করছে ২০২৪ সালের লোকসভার নির্বাচনী একদিকে যখন গ্রামে চলা অভিযান অন্যদিকে প্রচার সেরে ফেলছে শাসক দল। তাতে করে বিরোধীরা অনেকটাই পিছিয়ে রয়েছে। এর ফলে শাসকের রাজনৈতিক লাভের অংক অনেকটাই তার ভোটের বাক্সে নিজে আয়ত্তে নিয়ে যেতে পারবে বলে, মনে করছে তুলামুড়া রাজনৈতিক সচেতন মহল ।

You may also like

Leave a Comment