Home » গভীর রাতে বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা

গভীর রাতে বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা

by admin

প্রতিনিধি কমলাসাগর 12 মার্চ :-

গভীর রাতে বিজেপির এক সক্রিয় কর্মীর উপর প্রাণঘাতী হামলায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা।ঘটনার বিবরনে জানা যায় কমলা সাগর বিধানসভার অন্তর্গত পূর্ব চাম্পামুরা পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ রুদ্র পাল দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। শনিবার গভীর রাত আনুমানিক তিনটা নাগাদ প্রদীপ রুদ্র পাল প্রাকৃতিক কাজের জন্য বাইরে বের হয়। আর ঠিক তখনই এলাকার কিছু দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে প্রদীপ রুদ্র পালের উপর সঙ্গবদ্ধ আক্রমণ চালায়। দুষ্কৃতিকারীরা প্রদীপ রুদ্রপালের মাথায় ধারালো দা দিয়ে একাধিকবার আঘাত করে এতে রক্তাক্ত অবস্থায় প্রদীপ রুদ্রপাল মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি প্রথমে উনার পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহত প্রদীপ রুদ্র পালের পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আহত প্রদীপ রুদ্র পালকে প্রথমে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রদীপ রুদ্রপাল কে জিবি হাসপাতালে রেফার করে দেয়। জিবি হাসপাতালের চিকিৎসা শেষ করে প্রদীপ রুদ্রপাল কে রবিবার বাড়িতে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা উনার বাড়িতে গিয়ে আহত প্রদীপ রুদ্র পাল কে জিজ্ঞাসা করলে তিনি জানান দুষ্কৃতিকারীদের মধ্যে তিনজনকে তিনি স্পষ্টভাবে চিনতে পেরেছেন , এই তিন দুষ্কৃতিকারী একই এলাকার অর্থাৎ পূর্বচাম্পামুরা এলাকার বাসিন্দা যাদের নাম মরন নম, রামপ্রসাদ দেবনাথ এবং পার্থ দে। ঘটনার খবর পেয়ে রবিবার বিশালগড় থানার পুলিশ আহত প্রদীপ রুদ্র পালের বাড়িতে এসে প্রাথমিক তদন্ত করে এবং পুলিশ ঘটনার সাথে যুক্ত মরন নম এবং পার্থ দেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়েছে এবং আগামীকাল দৃত মরণ নম এবং পার্থ দেকে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। অভিযোগ দুষ্কৃতিকারীরা শনিবার সন্ধ্যা রাত থেকে একটি রাবার বাগানে মদের আসরে বসে প্রদীপ রুদ্রপাল কে খুন করার পরিকল্পনা গ্রহণ করে। তবে এই ঘটনায় রবিবার বিকাল পর্যন্ত গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব আহত প্রদীপ রুদ্র পালের বাড়িতে আসার কথা রয়েছে। এই ধরনের ঘটনায় প্রদীপ রুদ্রপালের পরিবার সহ গোটা এলাকার মানুষ দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছে।

You may also like

Leave a Comment