জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আগামী ৩০ জানুয়ারি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপ্তি কর্মসূচি। তাতে যোগ দেওয়ার জন্য ২১টি অ-বিজেপি দলের নেতাদেরও আমন্ত্রণ জানাল কংগ্রেস।দলের নেতা জয়রাম রমেশ এ কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‘সম্প্রীতি ও সাম্যের বার্তাকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি কর্মসূচিতে ২১টি সহযোগী এবং সমমনোভাবাপন্ন দলের প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।’’আমন্ত্রিতদের তালিকায়, কংগ্রেসের সহযোগী শিবসেনা, আরজেডি, জেডি(ইউ), বাম দলগুলির পাশাপাশি রয়েছে , তৃণমূল, তেলুগু দেশম, ভারত রাষ্ট্র সমিতি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র মতো দল। কিন্তু ডাকা হয়নি আম আদমি পার্টি (আপ)-কে। খড়্গে বুধবার বলেন, ‘‘৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রার সমাবেশে বিপুল জনসমাগম হবে। বিজেপি বিরোধী অনেক দল যোগ দেবে এই কর্মসূচিতে।’’
রাহুলের ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে ২১ ‘সমমনস্ক’ দলকে আমন্ত্রণ, তালিকায় তৃণমূল,
by admin
written by admin
129