Home » রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, রাহুল গান্ধী কে ক্ষমা চাওয়া উচিত দেশবাসীর কাছে : অর্থমন্ত্রী

রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য, রাহুল গান্ধী কে ক্ষমা চাওয়া উচিত দেশবাসীর কাছে : অর্থমন্ত্রী

by admin

 প্রতিনিধি, উদয়পুর :- বিকশিত ভারতের ,বিকশিত বাজেট পেশ করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার দুপুর তিনটায় গোমতী জেলা বিজেপি এক ধন্যবাদ সূচক রেলি ও সভা করে উদয়পুর মেলার মাঠে । এদিন সভা শুরু হওয়ার আগে গোমতী জেলা বিজেপির দলীয় অফিসের সামনে থেকে এক মিছিল বের হয়। অপরদিকে জামতলার টাউনহলের সামনে থেকে আরও একটি মিছিল সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হয় । দুইটি মিছিলের দুই প্রান্তে ছিলেন একদিকে রাজ্যের অর্থমন্ত্রী অন্যদিকে মাতারবাড়ি কেন্দ্রে বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার সহ প্রমূখ। পরে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের মঞ্চে অনুষ্ঠিত হয় দলীয় সভা। সে সভায় ছিলেন জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ , জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও পৌর চেয়ারম্যান এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ প্রমূখ । দলীয় সভায় স্বাগত ভাষণ রাখেন জেলা সভানেত্রী সবিতা নাগ । পরে রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা ভাষণ রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দল বামেদেরকে । পরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন, ২০২৫ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছে তা জনকল্যাণমুখী বাজেট । এদিন অর্থমন্ত্রী বলেন , দেশের রাষ্ট্রপতি কে নিয়ে যে ভাষায় কথা বলেছেন রাহুল গান্ধী। তাকে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া এবং দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করে নেওয়া খুবই জরুরি। তার কারণ না হলে আগামী দিনে দেশের মানুষ তাদেরকে আরো উচিত শিক্ষা দেবে বলে তিনি তার ভাষনে আখ্যায়িত করেন । পাশাপাশি অর্থমন্ত্রী বলেন , রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যেভাবে কেন্দ্রীয় বাজেটকে নিয়ে সমালোচনা করে চলেছে তা কখনোই কাম্য নয়। বিগত ২৫ বছরের এই রাজ্যের শাসন মানুষ দেখেছে যা প্রতিনিয়ত মানুষকে লাঞ্ছিত এবং বঞ্চিত করে রেখেছিল বামেরা। বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে প্রতিটি বিধানসভা এবং গোমতী জেলা জুড়ে কাজ করে চলেছে যা কখনো বাম গ্রেসদের সহ্য হচ্ছে না । এদিন অর্থমন্ত্রীর একের পর এক আক্রমণের নিশানায় ছিল সবথেকে বেশি কংগ্রেসের দিকে। অন্যদিকে বাম কংগ্রেসকে একই সমান্তরাল ভাবে তিনি আক্রমণ করতেও ছাড়েননি, রবীন্দ্র ,নজরুল ও সুকান্তের মঞ্চ থেকে । এই দিন সভাকে কেন্দ্র করে বড় মাত্রায় দলীয় কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment