Home » জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক অফিসের নব নির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক অফিসের নব নির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে শিক্ষার মানউন্নয়নে রাজ্যসরকারের আর্থিক সহযোগীতায় প্রায় ৩২ লক্ষটাকা ব্যায়করে বিদ্যালয় পরিদর্শকের নতুন ভবনের নির্মানকরাহয়। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্মিত ভবনের শুভ দ্বারদঘাটন করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিতছিলেন দক্ষিন জেলার শিক্ষাদপ্তরের আধিকারিক সুবির মজুমদার, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অফিসের অধীনে ৬৪ টি বিদ্যালয় রয়েছে। সকল স্কুলের বিভিন্ন কাজকর্মগুলি এই অফিস থেকে নিয়ন্ত্রনহবে। এই অফিসে নতুনভবন নির্মান হোওয়াতে সকলে বিশেষ উপকৃত হবেন। মন্ত্রী উনার বক্তব্যের মধ্যদিয়ে রাজ্যসরকার শিক্ষার মান উন্নয়নে ও গুনগত শিক্ষার জন্য কি কি কাজ করছেন তার বিস্তরিত তথ্য সকলের সামনে তুলেধরেন। জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক অফিসে নতুনভবন উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment