Home » মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আচমকা ঘটল বিস্ফোরণ। তার জেরে জখম হলেন অন্তত ৫ জন সিআরপিএফ জওয়ান।

মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আচমকা ঘটল বিস্ফোরণ। তার জেরে জখম হলেন অন্তত ৫ জন সিআরপিএফ জওয়ান।

by admin

মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আচমকা ঘটল বিস্ফোরণ। তার জেরে জখম হলেন অন্তত ৫ জন সিআরপিএফ জওয়ান। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বুধবার এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূম জেলার চাইবাসায়। বিস্ফোরণের পর জখম জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাঁচীর স্থানীয় হাসপাতালে। তবে জখম জওয়ানের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি সিআরপিএফের তরফে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার চাইবাসার টোন্টো থানার টুম্বাহাকা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী। এনকাউন্টার চলাকালীন আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে।

You may also like

Leave a Comment