প্রতিনিধি, বিশালগড়, ১১ জানুয়ারি।। সকাল আটটায় কাঞ্চনমালায় মাঙ্গলিক ক্রিয়ায় জন বিশ্বাস রথের পূজা হয়। এরপর জনস্রোতে ভেসে যাত্রা শুরু করে রথ। বুধবার বিজেপির জন বিশ্বাস রথযাত্রা গোলাঘাটির বিভিন্ন পথ পরিক্রমা করে। রথে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা মৌসুমি দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। কাঞ্চনমালায় জনসমুদ্রে রথ থামিয়ে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। তিনি বলেন বিজেপি সরকার ঘরে ঘরে সরকারি প্রকল্প পৌঁছে দিয়েছে। আবাসন যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, কৃষাণ সম্মান নিধি, ফসল বিমা যোজনা, বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে গিয়েছে সমাজের সকল মানুষের কাছে। সিপিএম কয়েকদশক রাজ্যের জাতি জনজাতি সকলকে শোষণ করেছে। খুন সন্ত্রাস দুর্নীতি ছিল সিপিএমের শাসনে। আজ শান্তি প্রতিষ্ঠা হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন চলছে। তাই গোলাঘাটিতে পুনরায় বিজেপির প্রার্থীকে জয়ী করার আহবান জানান তিনি। এরপর ধীরে ধীরে রথযাত্রা এগিয়ে যায় গাবর্দী বাজারে। জনজাতি কার্যকর্তা এবং সাধারণ মানুষ জন বিশ্বাস রথযাত্রাকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান। ভাষণ রাখেন বিজেপির নেতৃবৃন্দ। হাজারো যুব মোর্চার কার্যকর্তা এবং যুবক বাইক মিছিল করে রথযাত্রা এগিয়ে নিয়ে যান মোহনপুর, পেকুয়ারজলা, গোলাঘাটি বাজারে। গোলাঘাটি বাজারে কয়েক হাজার মানুষ ঐতিহাসিক রথযাত্রাকে স্বাগত জানান। জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া ভাষণে বলেন শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন বজায় রাখতে বিজেপি দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের উন্নয়ন এবং জনজাতিদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় কাজ করছে। এরপর দয়ারামপাড়া মধ্যঘনিয়ামারা হয়ে রথ ছুটে যায় টাকারজলায়। টাকারজলা চৌমুহনী, জম্পুইজলা, বেলবাড়িতে জনজাতি কার্যকর্তাদের সম্বোধন করেন নেতৃবৃন্দ। বিকালে জন বিশ্বাস রথযাত্রা মজলিস পুরের উদ্দেশ্যে রওনা দেয়।
126
previous post