ধর্মনগর,
১০-০১-২০২৩ মঙ্গলবার উত্তর ত্রিপুরা নেহেরু যুব কেন্দ্র এর উদ্যোগে এবং দেওয়ানপাশাস্থিত আদর্শ সংঘের পরিচালনায় উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক তিনদিনব্যাপী আবাসিক Training in youth leadership and community development এর শুভ উদ্বোধন হয় দেওয়ানপাশাস্থিত আদর্শ সংঘে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ , বিশেষ অতিথি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবোতোষ দাস , যুবরাজনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস , জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন । সম্মানিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা এনএসএস কমিটি এর সেক্রেটারি শ্রী অখিল বৈদ্য, উদ্ভাবনী সামাজিক সংস্থার সম্পাদক রনদীপ পাল, সঙ্গের সম্পাদক শ্রী শ্যাম শঙ্করদেব এবং তিন দিনব্যাপী ট্রেনিং এর মাস্টার ট্রেইনার কাছাড় থেকে আগত সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী । এই ট্রেনিং এ উত্তর ত্রিপুরার বিভিন্ন ব্লকের যুব সংস্থা থেকে মোট 40 জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছে। সমস্ত অনুষ্ঠানকে পরিচালনা করেছেন আদর্শ সংঘের মুখ্য সংঘঠক শ্রী অঞ্জন বর্মন মহাশয়।
শুভ উদ্বোধন হয় দেওয়ানপাশাস্থিত আদর্শ সংঘে
116
previous post