প্রতিনিধি, উদয়পুর :- ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গোমতী জেলা ও উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে রবিবার সকাল ১১ টায় জামতলা টাউন হলের সামনে থেকে অভিনন্দন মিছিল বের হয় । মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । পরে পুনরায় জামতলা টাউন হল সামনে এসে জমায়েত হয়। শেষে এক হল সভায় অংশ নেন প্রতিটি কর্মচারী । মিছিল শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কর্মচারী নেতৃত্বরা জানান , রাজ্য সরকার নানা প্রতিকূলতার মধ্যেও কর্মচারীদের কথা মাথায় রেখে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। গত ২৫ বছরের বাম সরকার কখনো কর্মচারীদের কথা মাথায় রাখেনি। নিজেদের মর্জি মাফিক চালিয়েছিল কর্মচারীদের। বর্তমান সরকার দৈনন্দিন জীবনে কর্মচারীদের নানা সমস্যার কথা জানতে পেরে তাদের বেতন বৃদ্ধি করার বিষয় ভাবনা চিন্তা করে এবং তার সফল পায় প্রতিটি কর্মচারী। তাই ধন্যবাদ সূচক এই মিছিল করা হয় গোটা উদয়পুর শহরে। আগামী দিনে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন কর্মচারী নেতৃত্বরা ।
15
previous post