56
খোয়াই ২০৮ নম্বর জাতীয় সড়কে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক ব্যক্তি। আহত বাইক চালকের নাম সুমন মজুমদার। বাড়ি খোয়াই চা বাগান এলাকায়। ঘটনাটি ঘটে আজ বিকেল চারটা নাগাদ খোয়াই এর মহাদেব টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে, যে গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই গাড়িটি ছিল পানিসাগরের এসডিএম এর কনভয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।,