Home » বনগাঁ লোকসভায় নির্বাচনী প্রচারে সাড়া ফেললেন অভিষেক

বনগাঁ লোকসভায় নির্বাচনী প্রচারে সাড়া ফেললেন অভিষেক

by admin

 প্রতিনিধি, উদয়পুর :-সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন । এখনো পর্যন্ত তিন দফায় নির্বাচন শেষ হয়েছে । লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি প্রতিটি বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার করে চলেছেন । ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন মন্ত্রী বিধায়করা পশ্চিমবঙ্গ লোকসভার ৪২ টি আসনের জন্য নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন । শনিবার সন্ধ্যায় ১৪ বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে বনগাঁ দক্ষিণ মন্ডল ২ এর রামপুর সরকার পাড়া এলাকাতে এক সভা অনুষ্ঠিত হয় । এই সভায় ত্রিপুরার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় প্রধান বক্তা হিসাবে অংশ নেন । সভায় ভাষণ রাতে গিয়ে বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় বলেন , পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ডুবে গিয়েছে । এছাড়া সরকারি কর্মচারীরা পাচ্ছে না মহার্ঘ ভাতা । আন্দোলন করছে প্রতিনিয়ত । এছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যন্ত বিধায়ক থেকে মন্ত্রী সকলের কাছে কাটমানি চলে যাচ্ছে বিভিন্ন উন্নয়নের কাজের টাকা থেকে । শুধু তাই নয় , খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তার বান্ধবী বর্তমানে দুর্নীতির দায়ে জেলে রয়েছে । মন্ত্রীদের ঘরে থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা । শুধু তাই নয় , গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এই সকল কাজের সাথে যে সকল সমাজ দ্রোহীরা জড়িত তারাও কাট মানি দিচ্ছে তৃণমূল নেতৃত্বদেরকে । বনগাঁ লোকসভা কেন্দ্রে ঠাকুর পরিবারে একটি সুনাম রয়েছে । এই লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব মমতা বালা ঠাকুর কোন উন্নয়ন করেনি এলাকার জন্য । তাই বর্তমান দেশের বিজেপি সরকার চলছে গোটা লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে মানুষের আশীর্বাদে জয়ী করার জন্য । এবার ও লোকসভা নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে এবং পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে শেষ করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে যেন জয়লাভ করে তার আহ্বান রাখেন অভিষেক দেবরায় । এদিনের সভা কে কেন্দ্র করে বিজেপি দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment