Home » পালটানা প্ল্যান্ট কর্মচারীদের নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া

পালটানা প্ল্যান্ট কর্মচারীদের নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পালাটানা বিদ্যুৎ প্ল্যান্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৪ এর লোকসভা কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় প্ল্যান্টের অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার সভাপতি গৌতম দাস , অটো মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার , টিআর কেএস এর উদয়পুর মহকুমা সাধারণ সম্পাদক অনুপ সরকার , ও বিএম এস এর পালাটানা প্লেন্টের একনিষ্ঠ কর্মী লিটন মজুমদার সহ প্রমূখ ।‌ এদিনের সভায় বক্তারা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন , বর্তমান রাষ্ট্রবাদি সরকার এই দেশ এবং রাজ্যের জন্য বহু কাজ করে যাচ্ছে । শ্রমিকদের স্বার্থে নিয়েছে বিভিন্ন সিদ্ধান্ত। রাজ্যের উন্নয়নে সরকার যেমন একদিকে কাজ করছে জনগণের জন্য অন্যদিকে কাজ করছে গরিব মেহনতী মানুষের জন্য । এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা । লোকসভা নির্বাচন দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । নির্বাচনের মাধ্যমে দেশ কোন বিষয়ে এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে ‌ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন । তাই আমাদের সমস্ত কর্মীদের কে এই বিষয়ে কাজ করে যেতে হবে এবং সম্পূর্ণভাবে সমর্থন করতে হবে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে । এদিন উদয়পুর পালাটানা ওটিপিসি প্লেন্টের কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment