Home » ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উদয়পুর গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উদয়পুর গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রবিবার বিকেল তিনটায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উদয়পুর গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ডের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , জিতেন্দ্র মজুমদার , গোমতী জেলা জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা , যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় , যুব বিষয়ক সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী ও জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় , অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রমূখ । স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , যুবশক্তিকে নেশা ও ড্রাগের কবল থেকে দুরে সরিয়ে রাখতে তথা সুস্থ জীবন যাপনে উদ্বুদ্ধ করতে একমাত্র বিকল্প ক্রীড়া। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর ক্রীড়াপ্রেমী রাজ্যবাসীর জন্য একের পর এক পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়া উদয়পুর মহকুমার চন্দ্রপুরে একটি সিন্থেটিক মাঠ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন , গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আগামী দিনে কিভাবে একটি মিনি স্টেডিয়াম গড়ে তোলা যায় এই নিয়ে ইতিমধ্যেই অর্থমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যদি একটি মিনি স্টেডিয়াম গড়ে তোলা যায় এই ময়দানে তাহলে খেলাধুলার প্রতি আরো আগ্রহ বাড়বে ছেলেমেয়েদের। খেলাধুলার পাশাপাশি শরীরচর্চা খুবই জরুরী বলে এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ শেষে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ড । গোটা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষদের উপস্থিতি ছিল সারা জাগানো। সেই সাথে মুখ্যমন্ত্রীর এই সফর কে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিলো আঁটো সাঁটো।

You may also like

Leave a Comment