
শান্তিরবাজার প্রতিনিধি: ত্রিপুরারাজ্যে বিজেপি ও আই পি এফ টির জোট সরকার গঠনের পর রাজ্য সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে রাজ্যসরকার। এই উন্নয়নমূলক কর্মসূচিগুলির মধ্যে শান্তির বাজার পৌর এলাকায় ছোট্টশিশুদের বিনোদনের জন্য ১৬ লক্ষ ৬৮ হাজার ৪৫১ টাকা অর্থব্যায়করে শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় একটি পার্ক নির্মানকরাহয়েছে। অপরদিকে খেলোয়ারদের উৎসাহিত করতে ৯২০ পয়েন্ট ৬৯ লক্ষটাকা ব্যায়করে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে গ্যালারি নির্মান করাহবে। রবিবার শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পার্কের শুভ উদ্ভোধন করলেন ত্রিপুরার জনপ্রীয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী পর্বশেষে সকলে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে এক আলোচনাসভায় মিলিত হন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ও আলোচনা সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিতছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মুখ্যমন্ত্রী সমগ্ররাজ্যে খেলধূলার জন্য রাজ্যসরকার কি কি উন্নয়নমূল কর্মসূচী করেযাচ্ছেন তানিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানে ব্যাপকহারে লোকসমাগমঘটে।