Home » ভারতীয় জনতা পার্টি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য তাদের আকাঙ্খা ও আকাঙ্ক্ষা বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় জনতা পার্টি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য তাদের আকাঙ্খা ও আকাঙ্ক্ষা বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

by admin

ভারতীয় জনতা পার্টি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য তাদের আকাঙ্খা ও আকাঙ্ক্ষা বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই গণতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে দলটি ২০২৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি দেশে, বিকশিত ভারত কা সংকল্প মোদি কি গ্যারান্টি অভিযান চালু করে। এই প্রচারাভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল সারা দেশের নাগরিকদের সাথে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনে ইস্তেহার গঠনে এক কোটিরও বেশি আকাঙ্ক্ষাকে একত্রিত করা। রবিবার সন্ধ্যায় বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ তুলে ধরেন বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী। সাংবাদিক সম্মেলনে পিনাকী দাস চৌধুরী জানান ত্রিপুরায় এই প্রচার দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে হবে ৪ঠা মার্চ যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যের হাত দিয়ে উদ্বোধন ইতিমধ্যে করা হয়েছে। দলে সংকল্প পত্রের জন্য নাগরিকরা তাদের পরামর্শ ভাগ করে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা সংগ্রহের পরামর্শ বাক্স উৎসর্গীকৃত। মিসড কল নাম্বার ৯০৯০৯০২০২৪ এবং নমো অ্যাপ সহ বিভিন্ন মাধ্যম উন্মোচন করা হবে। রাজ্যের প্রতিটি এলাকায় আকাঙ্ক্ষা সংগ্রহের জন্য রাজ্যজুড়ে এলইডি ভ্যান পাঠানো হবে। দ্বিতীয় পর্যায়টি হবে দশই মার্চের মধ্যে আকাঙ্ক্ষা সংগ্রহের জন্য জনসাধারণের কাছে পৌঁছানোর কার্যক্রম। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী বলেন, বিজেপি ত্রিপুরা প্রদেশ যখন দেশব্যাপী এই প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তারা ত্রিপুরার মানুষের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষাকে প্রসারিত করতে প্রস্তুত রয়েছে, যাতে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের মহান দেশের ভবিষ্যৎকে এক ভিন্ন রূপ দেবে। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস এবং মাধব চক্রবর্তী।

You may also like

Leave a Comment