Home » চুরাইবাড়ি থানার উদ্যোগে বাগন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

চুরাইবাড়ি থানার উদ্যোগে বাগন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

by admin

ধর্মনগর প্রতিনিধি, :— চুরাইবাড়ি থানার উদ্যোগে বাগন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। মূলতঃ নেশা, ট্রাফিক আইন ও নারী শিক্ষার প্রসারে এই মেগা সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সামনে উপরোক্ত বিষয়গুলোর উপর দীর্ঘ আলোচনা করেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও এসআই রুমা দেববর্মা। শুক্রবার দুপুর দুইটা নাগাদ অনুষ্ঠিত এই সেমিনারে ওসি শ্রীদাস বক্তব্য রাখতে গিয়ে বলেন,বর্তমানে যুব সমাজ ও স্কুল,কলেজ পড়ুয়ারা যেভাবে মরনব্যাধী নেশার কবলে আকৃষ্ট হচ্ছে তার বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে এখন স্কুল পড়ুয়া ছাত্ররা হেরোইন,ইয়াবা ট্যাবলেট নেশা হিসেবে ব্যবহার করছে তাতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই ছাত্রদের সচেতন করতেই বিভিন্ন বিদ্যালয়ে এই সব সচেতনতামূলক সেমিনার করছেন ওসি বাবু। তাছাড়াও ছাত্রীদের উদ্যেশে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রধানমন্ত্রীর এই প্রকল্পের উপরও দীর্ঘ আলোচনা করেন এসআই রুমা দেববর্মা। মূলতঃ মেয়েরা যাতে বিদ্যালয় ছুট না হয় এবং সমাজে অবহেলিত না হয় তার জন্যই এই প্রকল্প শুরু করেছেন প্রধানমন্ত্রী। এদিনের এই সচেতনতামূলক সেমিনারে পুলিশ কর্মী ছাড়াও বাগন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পুলিশের এই শিক্ষনীয় বিষয়ের উপর আলোচনায় সাধুবাদ জানান শিক্ষরা।

You may also like

Leave a Comment